কবি সাজার রঙিন আশায়
ফানুস যত কবি,
কারচুপি তে হাত পাকানো
এখন ওদের হবি।
ফেসবুকেতে নানান কবির
লেখা নকল করে,
নকলনবীশ লোকেরা আজ
কবির বেশটি ধরে।
মনন দিয়ে শব্দজালে
কবি কাব্য বুনে,
দেশ- সমাজে দেখান দিশা
আপন কাব্য গুণে।
ভালোমন্দ মানুষ আছে
এই না ভবের মাঝে,
মন্দ যারা তারাই কিন্তু
নকলনবীশ সাজে।
কাব্যচোরদের দেখে কবি
মর্মেতে পান ব্যথা,
প্রতিবাদে লিখনী তে
লিখেন সকল কথা।