কাপের ঘুম ভাঙলেই
বিষধর সরীসৃপের তান্ডব
সময়ের দেহে
উগ্র পোশাক নিয়মের
ক্লান্ত
এ ভাবেই মাকড়সা কিছু পথ
ফের
নৌকার সিঁথি লাল দেখে
ঘুম যায় সরীসৃপ
ডুব দিই
সুগন্ধি ফুলের
শ্যাম্পু দেওেয়া ঘন চুলে
-ব্লু ওয়াইন
আর
নদীও অবাধ্য নূপুর
খুলে রেখে
নতুন টিপ সাজায়
প্লেটের কপালে