কাঠবেড়ালি লেজটি তুলে গাছের পরে চলে
দোয়েল কোয়েল মধুর সুরে কত কথা বলে।
নীল আকাশে সাদা মেঘে পেঁজা তুলোর রাশি
তাই না দেখে খুশি হয়ে বলে যাবো কাশি।
কুট্টুস কুট্টুস কামড় লাগায় পাকা ফলটি ধরে
খেলার মাঠে ছুটে বেড়ায় টুকি টুকি করে।
খোকা খুকু কাঠবেড়ালি ছুটে ছুটে খেলে
বলের সাথে কাড়াকাড়ি হুড়োহুড়ি পেলে।
ফুলের বাগে ভোমরা মধুপ বেড়াল কাঁধে বসে
হুল ফোটাবে না কখ্খোনো ধমক দেবো কষে।
ধমক খেয়ে পালায় উড়ে বসে অন্য ফুলে
তাই না দেখে হেসে পাগল খ্যাঁ খ্যাঁ গলা খুলে।
টিয়া ছিল ফুলের গাছে খুনশুটি তাই করে
বাঁকা ঠোঁটে ঠোক্কর মারে মোটা লেজটি ধরে।
কান্না তোলে নাকি সুরে খোকন ছুটে আসে
উড়ল টিয়া গাছের মাথায় টিটি রবে হাসে।