কুটুস কামড় কাঠবিড়ালি কেন যে কামড়াতে গেলি
দেরি করে ভুল বুঝলি পিয়ারার কি স্বাদটা পেলি?
পিয়ারা বুঝি কস্টা ছিলো চিবিয়ে খেতে দাঁত নড়িল
মগডালে তুই হাত বাড়ালি সে ডাল ভেঙে আছাড় খেলি!
নিত্যদিনের লোভে ভুলি ভাবলি খবি খামখেয়ালি
পাকতে দিতে নারাজ হলি মুক্তি পণের আশায় দুলি।
সবাই সে ফল খেতে গেলে দুমড়ে মুচড়ে চড়ছে ডালে
বাঁচাও বাবা মা গো বলে পড়ছে এখন অগাধ জলে।
যারা ছিলো ইয়ার বা দোস্ত সুযোগ পেয়েও করছে না ফোঁস
কেউবা আবার গা ঢাকা দেয় লুকিয়ে অস্ত্র যোগান ও দেয়
বাঁচার লড়াই সহজ তো নয় কে কার ঝাড়ে বাঁশ কেটে য়ায়,
একে একে পড়ছে ঘুরে গাঁয়ের মোড়ল বিচার করে।
সহজ তো নয় পিয়ারা খাওয়া লড়াই করেই জীবন দেওয়া
পোকায় ধরা পিয়ারা খেলে এমনি জীবন যায় যে চলে,
যুদ্ধ যুদ্ধ চলছে খেলা সে খেলা নয় অবহেলা
অস্ত্র বিক্রি হচ্ছে মেলা কার ভাণ্ডার কে বোঝাই করে।
মরুভূমির তেজ বহুদূর গাজার যুদ্ধ সাত সুমুদ্দুর
বোম মিশাইল পড়ছে ঘুরে রাজার যুদ্ধে প্রজাই মরে।
কার পিয়ারা কে খায় কসে পড়শী পালায় দূর বিদেশে
হামলা হলে ঝাড়ে-বংশে লোপাট ভয়ে ছুটছে কষে।
পিয়ারা ডাঁসা খেতে ভালো কচি হলে কষ্টা বলো
পাকতে দিলে তবেই পাকে ফুরফুরে বাস মিষ্টি শাঁসে।
হায়রে আমার কাঠবিড়ালি কোন পিয়ারা খেতে গেলি
না বুঝে তুই হাত বাড়ালি অকারণে আছাড় খেলি।।