মুষলধারে বৃষ্টি পড়ে
উঠোন ভরে জলে,
খুকু মণি নৌকা ভাসায়
নৌকা দুলে চলে।
তিরতির করে নৌকা ছুটে
যায় যে দূরের পানে,
হেলেদুলে দিব্যি চলে
জলে স্রোতের টানে।
আনন্দেতে খুকু নাচে
বাজে পায়ে নুপুর,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
আজযে সারা দুপুর।
মুষলধারে বৃষ্টি পড়ে
উঠোন ভরে জলে,
খুকু মণি নৌকা ভাসায়
নৌকা দুলে চলে।
তিরতির করে নৌকা ছুটে
যায় যে দূরের পানে,
হেলেদুলে দিব্যি চলে
জলে স্রোতের টানে।
আনন্দেতে খুকু নাচে
বাজে পায়ে নুপুর,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
আজযে সারা দুপুর।