ভাসিয়ে দিলাম আমার
এই কাগজের নৌকা খানি,
যা ভেসে যা তুই ঐ দূরে
আছে যেথা আমার হৃদয়খানি।
খুঁজে নিয়ে আনিস তারে
আমার এই ছোট্ট নীড়ে,
অপেক্ষার প্রহর গুনছি আমি
কথাটা বলিস কিন্তু তারে!
সম্পর্কিত পোস্ট

সবই ভুল || Jharna Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
কতদিন তোমাকে হাসতে দেখিনিমনে হয় বুঝি তুমি হাসতে ভুলে গেছ;যার…

তবু ভুলতে চাই তোমাকে || Jharna Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
তোমাকে ভুলতে চাওয়ার দুঃসাহসিক জেদ চেপেছে আমার!তোমার অবস্থান বা উপস্থিতি…

সন্ধ্যা নামবে একটু পরে || Jharna Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
এখন সবে বিকেল, সন্ধ্যা নামবে একটু পরেদিনের আলোয় যতটুকু কাজ…