পৃথিবীতে কাউকে কখনো বোলনা নিলর্জ বেহায়া,
ফিরে দেখ তোমার সেই অতৃপ্ত ছায়া,
যদি তুমি কাউকে কর অন্যায় অসন্মান,
বর্তমান প্রভুর স্তাবকতা হবে নিজের অপমান,
একটা অজানা ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে,
হঠাৎ পাওয়া নিশ্চিত নৌকাটা সাগরে ডুবছে,
শত্রুকে সন্মান করা বুদ্ধিমত্তার শুভ পরিচয়,
রাগ,দুঃখ, ছেড়ে নিজস্বতার সন্মান দাও,
পরের উস্কানিতে অনেক কিছু করতে পারো,
নিজের ভবিষ্যৎ পতনের পথ বন্ধ করো,
অন্যের ঘৃণার সন্মুখীন হয়েছ নিজের ভুলে,
অহমিকার জগৎ ছেড়ে বাস্তবতাকে ধর তুলে।