গাঁয়ের বাঁকে কাঁসাই নদী
চলছে স্রোতের বেগে,
বর্ষাকালে জলের তোড়ে
বিষম ফুঁসে রেগে।
বাঁধনহারা গতি নদীর
ছলাৎ শব্দ সাথে,
আঁধার রাতে স্তব্ধ ধরায়
মল্লার রাগে মাতে।
ধারে কত গাছগাছালি
পাখপাখালির বাসা,
কি মনোরম শোভা সেথা
ফুলে ফুলে ঠাসা।
নৌকা নিয়ে চলে মাঝি
ভাটিয়াল গান গেয়ে,
পাল উড়িয়ে স্রোতের টানে
বৈঠা নিয়ে বেয়ে।
জলে ভাসে ডিঙি নৌকা
নদীর ধারে ঘেঁষে,
জাল ফেলে মাছ জেলে ভাইরা
ধরে সুখে হেসে।