আজ গগনে জীমূতের ঘনঘটা বেশ হয়েছে,
শ্রাবণ মাস, দুর্যোগের রাত এলো।
কাঁপছে ভয়ে বস্তির প্রাণ,
আসছে বিষম ঝড়।
চিন্তা একটাই
পরিত্রাণ।
অনির্বাণ,
প্রচেষ্টা তাই।
বাঁচাতে হবে ঘর,
হবে জয় হও আগুয়ান।
বিধাতা আভাসে বার্তা দিয়ে গেলো,
আকাশ হয়েছে স্বচ্ছ জীমূত সরে গিয়েছে।