আমাদের চলার পথে ছিল উথলে ওঠা রঙিন রাত
রংচটা নির্বিষ সেই রাতে আঁকা ছিল ঢিল ছোঁড়া সীমানা
আমরা সীমানার কাছে হাত পেতে দোয়া চেয়ে নিলাম
আমরা পেছন ফিরে পেছন থেকে এগিয়ে গেলাম
ফতেমার চোখে রেখে এলাম শিশিরের বিন্দু বিন্দু প্রতারণা
ঝুরঝুরে এবড়োখেবড়ো নিঃশ্বাস আমাদের পথের নিশানা
বায়বীয় ধর্ম আমাদের নুয়ে পড়া সভ্যতা
আমারা পেরিয়ে এসেছি স্বপ্ন
আমারা পেরিয়ে এসেছি রামধনু রঙের দিন
স্বপ্নের মৌরসিপাট্টা ফিকে হয়ে এলে
ক্যাম্পখাটে শুয়ে পড়ে আধখাবলা চাঁদ
জ্যোৎস্নায় ঢেকে যায় কাঁটাতার, মানবতা ও বিশ্বাস…