দরজা দেখি বন্ধ ঘরে,
দরজায় আঁটা খিল,
অনায়াসে মারছে সবাই
কাঁচের ঘরে ঢিল।
যে যার মত ছুড়ছে যে ঢিল,
ভ্রুক্ষেপ কারো নাই,
কাঁচের ঘরে বসে সবাই
শক্তি দেখায় ভাই।
চলছে এখন চালুনির ভাই,
সুচের ছিদ্র খোঁজা,
দুর্নীতির খোঁপায় সবার
প্রেমের ফুল গোঁজা।
বেপরোয়া ঢিল ছুঁড়ে কেউ,
নিজের বিপদ ডাকে,
লাগাম ছাড়া মিথ্যে বলে,
ফেরিয়ালা হাঁকে।
ভাবে না কেউ, কার যে কখন
ঘর হবে চুরমার,
অন্যের ঘর ভাঙতে গেলে
নিজের ঘরও ছারখার।
মিথ্যে দিয়ে সত্যি ঢাকা,
যায় না বেশি দিন,
একদিন সত্য বেরিয়ে আসে
শক্তি হলে ক্ষীণ।
কাঁচের ঘরে বসে যে তাই
কেউ মেরো না ভাই ঢিল,
চুরমার হবে তোমার ওঘর
যতই আঁটো খিল।