এই যে আমি লিখি, দিনে – রাতে ,
বেঁচে আছি সমালোচনাতে ।
কেউ বলে লেখাগুলো কাঁচা হাতে ,
অবশ্য আমার কিছু এসে যায় না তাতে ।
কেউ আবার প্রশংসা করে বলে ভালো, ভালো ।
কিছু শব্দ জমকালো ,
কিছু শব্দ সহজ – সরল, কিছু আবার প্যাঁচাল ।
আমার রচনা আমার মুখের ভাষাতেই ।
আভিধানিক সাধুবাদ খুব একটা আমার নেই ।
অবশ্য সবাইয়ের মন জুগিয়ে চলা খানিকটা অসম্ভব ।
চলিতের ব্যবহারে, ওঠে তাই গেল গেল রব ।
নিম্নমানের কবি আমি অনেকের নজরে ,
সময় পেলে লিখে চলি, আমি আমার মত করে ।
স্বমহিমায় লিখে যাব, সারা জীবন ধরে ।
এমনই ভাবে ছাপিয়ে যাবে, মোর কলমের কালি ।
আঁধারেও ফুল ফোটাবে, মোর কবিতার ডালি ।