চল গুটি গুটি পায়ে ছোট হয়ে যাই
কসমসের সকাল জুড়ে হারিয়ে যাই
পেরিয়ে যায় নক্ষত্রদের ঘর – বাড়ি- বাগান
ভূল কাব্যে ভরিয়ে দিই খাতা
স্কুলের বেঞ্চ জুড়ে এঁকে ফেলি হৈচৈ
টিউশনের বইতে দিই লাগাম হীন হাসির মলাট
পুকুরের দিকে তাকিয়ে দেখি – কি ভাবে একেকটা দিন কচুরিপানা হয়ে যায়
হঠাৎই একটা বন্ধ দরজা খুলে গেলে
যেমন জানার ইচ্ছে ভীষণ বেড়ে যাই –
কেন যে আমরা আঁধার হাতড়ে মরি?
চেনা ঘরের স্বাদ নিতে ভুলে যাই?
আপশোস গুলো এভাবেই পুষ্ট হয়