বাইরে থেকে বোঝার বিন্দুমাত্র উপায় নেই,
তোমার মনের অলিন্দে ফোঁটা ফোটা জমাট রক্ত।
জানিতো নিজেই নাম নিয়েছো কষ্ট বিলাসী।
আমি তো বুঝি কষ্ট পেয়ে অভ্যস্ত তুমিতেই
সৃষ্টির বীজ ঠিক আমারই মতো।
কষ্ট একান্ত নিজেরই হয়,এগুলো ভাগ বাটোয়ারা করলেও একাকী শূন্যতায় পিছু তাড়া করে।
তবুও বলব তোমার যা কিছু দুঃখ আমার হোক।
বইয়ে দিও কষ্ট নদীর গতিমুখ আমার দুখ সাগরে।
তারপর মনের মধ্যে জমা যা কিছু কষ্টের পলি,
মনের চোরা কুঠুরিতে বন্দী করে একসাথে কাটাই।
সচেষ্ট হই এসো পাস কাটাতে জমা গুমোট বাতাস,
জারি থাক আমাদের যৌথ প্রয়াস ভালোবেসে দুঃখ বারান্দায় সুখ রোদ্দুর আনতে পারি কিনা।