কলিজার ভেতরে
হাহাকারের চারাগাছটা দিন বে-দিন বড় হচ্ছে
তাকে সাজানো সুখ গুলোকে
ধরেছে ভুমিকম্পের অসুখে
নীরবে তাকিয়ে থাকি
শব্দ সব অদৃশ্য হয়
এ ভাবে আর কত পথ মৃত্যু?
পৃষ্ঠার পর পৃষ্ঠা শোক জমলেও
আড়ালে গর্ভবতী হয় চোখ
অসুখহীন মাটি আনন্দের মূর্তি তৈরীতে মশগুল
কলিজার ভেতরে
হাহাকারের চারাগাছটা দিন বে-দিন বড় হচ্ছে
তাকে সাজানো সুখ গুলোকে
ধরেছে ভুমিকম্পের অসুখে
নীরবে তাকিয়ে থাকি
শব্দ সব অদৃশ্য হয়
এ ভাবে আর কত পথ মৃত্যু?
পৃষ্ঠার পর পৃষ্ঠা শোক জমলেও
আড়ালে গর্ভবতী হয় চোখ
অসুখহীন মাটি আনন্দের মূর্তি তৈরীতে মশগুল