নষ্ট রাতের মতো কিছু নিঃশব্দের শব্দ আছে
যাদের জন্য মাঝে মাঝে কান্না করি
গুছিয়ে রাখতে কবেই ভুলে গেছি সবকিছু
কবিদের যাপন শুনেছি গোছানো হয় না
তাদেরকে অগোছালো ধরনের উদাস হতে হয়
কিন্তু আমি তো কোনো কবি না তবুও…
এ ভুলো মনের মানুষ টা কিন্তু খুব পাকা
আঘাত ও অভিশাপের পৃষ্ঠাগুলো
গুনতে ভুল করেনা
কবিরা দুঃখ বিলাশি হয়
সন্তানের পিতা/মাতা
হঠাৎই একপাল রোদ এসে কড়া নাড়ে দরজায়
আমি তখন গর্ভে ঘুমন্ত শব্দদের জাগাতে ব্যাস্ত থাকি