চলছিলে একাকিনী পথিক তুমি,
টাইমলাইনের সরু পথ দিয়ে,
সেই পথে দেখা দু’জনার,
হল পরিচয় ও প্রাথমিক আলাপ,
হাত ধরে নিয়ে এলাম তোমায়,
সাহিত্যের বৃহৎ আঙিনায়,
দেওয়া হল ভালোবাসা, সম্মান ও পদ,
পরিচিতি ও প্রশংসা পেলে ব্যাপক,
হঠাৎ কোন্ ভূতে ধরলো তোমায়!
নিজের পছন্দের কিছু লোক ঢুকিয়ে,
গ্রুপের মধ্যে তৈরি করলে উপদল!
প্রায় সব ক্ষমতাই ছিল তোমার,
দিনে দিনে আরও বাড়তো বৈ কমতো না,
তবু কেন এমন ভীমরতি!
“বন্ধু” বলে ঘেঁষলে আরও কাছে,
শেষে যা করলে শত্রুও করে না!
স্বমতের সপক্ষে অন্যদের আনতে অপচেষ্টা!
একে কাছে টানা তো ওকে দূরে সরানো,
কি কি করো নি তুমি??
চোরকে বলতে চুরি করতে,
আর গৃহস্থকে করতে সজাগ,
কথায় বলে ‘অতি চালাকের গলায় দড়ি’,
একটু একটু করে আন্দাজ পাচ্ছিলাম,
ঘরশত্রু বিভীষণ স্বরূপ চেনালো তোমার!
কি লাভ হল তোমার?
কি সুখ পেলে তুমি??
মানুষের প্রতি বিশ্বাস হারানো নাকি পাপ,
জীবনে ঠকলাম যে আরও একবার!!