জীবন মাঝে সকাল সাঁঝে
কর্মে বাঁচে লোক,
কর্মহীনের দুখেই কাটে
জীবন জুড়ে শোক।
কর্ম করলে সুফল মিলে
বলেন জ্ঞানী জন,
কর্মোদ্যোগী মানুষে পায়
সুখ্যাতি আর ধন।
অলস হয়ে বসে থাকলে
আহার নাহি পায়,
কর্মী যারা পায় যে তারা
মনে যাহা চায়।
কর্ম হলো বাঁচার মন্ত্র
জেনো সত্য সার,
কর্মবিমুখ ধুঁকে মরে
দুঃখ যায় না তার।
কর্ম পথে সত্য রথে
থাকলে আসে সুখ,
প্রভুর পদে রাখলে মতি
কাটবে বিঘ্ন দুখ।