কর্মযোগী মানুষ যারা
নিরন্তর যে ব্যস্ত রন,
কর্মের ধারক সৃষ্টিকর্তার
সৃজন কাজেই মগ্ন মন।
কর্মে যারা নিষ্ঠা রাখে
মাথায় শোভে যশের তাজ,
হেলা করে কর্মে যারা
পায় যে তারা শুধু লাজ।
ভবের জীবন ক্ষণস্থায়ী
ভেবে দেখো মানুষ আজ,
যাবার আগে নাহয় কিছু
সমাজ তরে করলে কাজ।
মন্দ কাজে কুযশ সাজে
গ্লানির ভারে দগ্ধ হন,
ভালো কাজে লিপ্ত থাকলে
লোকের কাছে মানী রন।
অপকর্মে লিপ্ত যারা
তাঁদের সঙ্গ ছাড়া চাই,
সুজন জনের সাহচর্যে
উত্তম ফলটা পাবে ভাই।