কাছে যেতে ইচ্ছে করে
কিন্তু পারি কই
শরীর জুড়ে নানান ব্যাথায়
মনের ব্যাথা সই!
লক্ষ্মীদেবী পাশ ছেড়েছেন
ব্যয় হা ছাড়ে কই!
আজকে আমার জন্য সফল
নেপোয় মারে দই!
এই তো জীবন কৃতজ্ঞতা
নাহয় দিয়োনা
কৃতঘ্নতার পাপটি তবে
আদৌ কোরোনা!
আজকে আমার জীবন সাঁঝে
কে আর পাশে রয়
হয়তো আমার কর্মফলেই
দূরেই সরে রয়!
আছি কি নেই প্রশ্ন করার
সময় কারো নেই
পরোপোকার সারাজন্মের
কর্মফলই এই
ভালোর বদল ভালোই হয়
কেবল নীতিকথা
স্বার্থপর না যদি হও
হবে না অন্যথা!
রাজার মতন দান করে হায়
নামেই হবে দানী
দান গ্রহণের উঠলে কথা
সবাই অভিমানী
কেউ তখন আর কাছ ঘেঁষেনা
জীবন কারাগারে
ভাসিয়ে দিতে হবেই ভেলা
ওপার যাবার তরে!