কর্তার বাড়ি ভুরিভোজ
এমন সুযোগ পাবো না রোজ,
যাই পেট পুজোটা সেরেই আসি
শুনেছি কাটবে আস্ত খাসি l
হরেক রকম মিঠাই পাবো
হালুম হুলুম করে খাবো l
পাতে সাজানো পঞ্চ-ব্যঞ্জন
সব করবো সাফাই,
আজ পেয়েছি ভারী সুযোগ
কর্তার আচ্ছা করবো জবাই l
আমার ঘরে আমার গিন্নী কর্তা
আমি হলাম গিয়ে কাজের লোক,
অভিশাপ দিই দুই বেলাই
পরজন্মে গিন্নীও কর্তা হোক l
কর্তারুপী গিন্নীর দাপটে
জীবন মোর জেরবার,
প্রাণ গেলো, প্রাণ গেলো
হাঁপ ছেড়ে বাঁচাও এবার ll