রক্তিম রাগে বনসুন্দরী ধরে লালের লাজ
শিমুল পলাশ অশোক মাথায় লালের সাজ।
ঘোমটা মাথায় লজ্জায় লাল সাঁওতালী মেয়ে
বাঁশির সুরে আকাশ জুড়ে উঠল গেয়ে।
আগুন ফাগুন চঞ্চল কোকিলের মিষ্টি সুরে
বাউলের একতারা বাজে, নাচে ঘুরে ঘুরে।
গুঞ্জরনে মধুপ ভোমরা ধায় ফুলের বাগে
তপন তাপে পাখির কূজন বিশ্ব জাগে।
বসন্ত জাগ্রত আজ খেলব দোলে রঙ
রাইকিশোরী দুলায় আঁচল করবে কত ঢঙ।