কত সহজে নরম মাটি গলতে গলতে জলে মিশে যায়…
কাদা জলে একাকার হয়ে যায় দ্রবীভূত শরীর!
ভেজা কাপড় ভেজা গয়না অগভীর জলে পাক খেতে খেতে তলিয়ে যায় পাঁকের নীচে…
আমার কি কখনো কোন অস্ত্র ছিল সম্ভ্রম বাঁচাবার?
ছিল কি কোন বসন লজ্জা নিবারণের?
জ্বলজ্বলে সিঁদুর রেখা সাজাবার মত ছিল কি বাহারি কেশ দাম?
ছিল না তো কিছুই!
শুধু ছিল এই রঙচঙে মুখোশ..একতাল কর্দমসম মাংস..খড়ের মত শুষ্ক শিরা উপশিরা..অদ্রবীভূত কঙ্কাল…!
জড়বৎ বুদ্ধি আর ফলধারণের প্রকট ক্ষমতা…!
ছিল যা এখনও তাই-ই আছে…
তাইতে কাদা মাখা আর ঝরার ধারাবাহিকতা আজও অব্যাহত…
শুধু স্ফীত জোয়ারে ক্ষণস্থায়ী গোলাপি আভা ছড়িয়ে তলিয়ে যায় কিছু বৃন্তছিন্ন কমল কুঁড়ির দল!