শরতের সোনালী রোদে ছাতের আলিসাতে
আনমনে বসেছিলাম ,খাতা-কলম নিয়ে হাত
কলেজের ম্যাগাজিনে ,কবিতা দেওয়া চাই
‘কি নাম দেবো ?কি নাম দেবো ?ভেবে না পাই
কলেজের জুয়েল ‘সমীর সেন ,কবিতা ভালো লেগে
নাম দেওয়ার প্রসেসটা নিতুম যদি ,তারই কাছে শেখে
কতোক্ষন আপনমনে বসেছিলেম ,খেয়াল মোটেও নাই
দাদা-বৌদির তারস্বরে ,ভীষন ভয়ে চমকে ওঠি তাই
কানটি ধরে দাদা বলেন,কলেজে পড়ে প্রেম শিখেছো?
বৌদি বলে ,খাতা জুড়ে প্রেমিকবাবুর নামটি লিখেছো?
আঁতকে ওঠে ,খাতার পানে ফ্যালফ্যালিয়ে চাই
ছিঃ ছিঃ ছিঃ –লজ্জায় মরি ,এ আমি কি যে করেছি!
খাতার পাতা ভরে শুধু সমীর সেনের নামটি লিখেছি
কবিতা লিখতে গিয়ে এমন পাবো – লাঞ্ছনা-বিড়ম্বনা
আগে তো ভাবিনি কখনো এমন হবে ,ছিলনা তো জানা
তারপরেও কি তোমরা বলো ,লিখতে আমায় কবিতা?
না,না,ভাই,আর বলো না ,পারবোনা,আর বলোনা তা
সেদিন যে শিক্ষা পেলাম ,তার ফলাফল মনে মনে গুনি
লিখবো না আর বলে ,কবিতার জীবনে যবনিকা টানি