কিশোর কবি সুকান্ত তোমায় প্রণাম
জন্মেছিলে বঙ্গদেশে ক্ষণায়ু যে তুমি
ক্ষুরধার লেখা তব ছিলে পরিশ্রমী
রোগগ্ৰস্ত জীর্ণ দেহে করেছো সংগ্ৰাম।
বাঙালির অন্তরেতে তব পুণ্য নাম
সমাজ পরিবর্তনে একনিষ্ঠ কর্মী
সর্বহারা শ্রেণী প্রতি সতত মরমি
অতি অল্প বয়সেই পেয়েছো সুনাম।
সমাজ জীবন কথা তব লেখনীতে
প্রকাশ পেয়েছে কত জীবন্ত রূপেতে।
যুঝেছো যক্ষার সাথে সয়েছো যন্ত্রণা
ভগ্ন ক্লিষ্ট দেহ নিয়ে লিখছো কবিতা
দরিদ্রতা তুচ্ছ ক’রে তোমার সাধনা
গণমানুষের কবি ছিলে পরিত্রাতা।