নদী,পাহাড়, ফুল আর পাখি নিয়ে থাকি,
তবু মানুষের মন ছাড়া কাব্য হয় না কি?
হররোজ বিধ্বস্ত যাপনে বন্দী সেই সুখপাখি;
দুঃখের নোনা জল কাব্যে তবু দেয় ফাঁকি।
নদীতীরও শোকাচ্ছন্ন হয় নামলে সাঁঝ,
ঘুম নামে পাখির চোখে পেয়ে নিশার আঁচ,
আঁধারে সুবাস ছড়ায় ফুল মানবের মাঝ,
কবির দৃষ্টি ঝাপসা করে ঘষা জানালার কাঁচ।
রাতজাগা চোখ দিনান্তে আঁকে অধরা ছবি,
নির্বিকল্পে স্থানুবৎ বসে থাকে চিন্তিত কবি,
হারাবে বেদনাপুঞ্জ উঁকি দেয় যদি রবি;
দোটানায় সৃষ্টিরাজি কিন্তু ভোলে না ভবি।
স্থিতধীর বড়ো অভাব আজ এই সংসারে,
সৃষ্টি তাই রোজ বাঁচে রোজ মরে অন্তরে,
অশুভ শক্তি এসে দাঁড়ায় শুষ্ক নদীতীরে;
সজীব ভাবনারা তখন দূরে যায় সরে।।