সত্যি কথা বলতে গেলে
সবাই কি হয় কবি,
শখের লেখা দু’ চার পাতা
লিখছে আজকাল সবি।
ছন্দ মাত্রা জ্ঞান মোটে নেই
কাব্য লিখতে বসে,
শব্দের গায়ে শব্দ সাঁটে
আচ্ছা করে কষে।
দৈনিক পত্রে সেসব লেখা
ছাপে মাঝে সাঝে,
আত্মগর্বে থাকেন ওরা
কবি তকমায় রাজে।
লিখতে গেলে পড়তে হবে
শিখতে অনেক হবে,
ছন্দ তালে নিখুঁত হলে
কাব্য সাজে তবে।
কবি খেতাব পেতে জেনো
জ্ঞানটা নিতে হবে,
শুদ্ধ ছন্দ মাত্রা শিখলে
তবেই খেতাব রবে।