পাহাড়ের প্রগল্ভ নির্জনতা কুরে খায়,
তৃষ্ণার্ত কবির কলম…..
মাথার ওপর শুনশান রাতের আকাশ;
শূন্যতা ছুঁয়ে অস্থির,গাছ-গাছালির আবেগ।
চাঁদের নরমবুক;
চওড়া ফাটলে,অস্ফুটরেখার ইশারা….
গুহার ভেতর
ক্রমশ ছড়িয়ে পড়ছে,নীল নীল আলো।
একাকীত্ব সঙ্গী করে,
অন্ধকার থেকে আলোয় ফিরে আসা….
একমাত্র সাক্ষী,
জোছনা-চাদর আর পাথরের বুকভাঙা ঝরনা।
সৃষ্টির নেশায় বুঁদ,অর্বাচীন সময়;
নিঃশব্দে আঁচড় কাটে,কলমের সূচিমুখ
লিপির ভাঁজে আশ্রয় নেয় কবিতার শ্বাস
পোড়খাওয়া জীবন–
মেলে ধরে, লুকিয়ে রাখা ইতিহাসের পাতা।
কবি,অনন্ত পথের যাত্রী–
রহস্যময় অন্ধকার থেকে স্বচ্ছ আলোর অভিমুখে….