শব্দ যখন জব্দ করে সকাল, দুপুর, রাতে
কবি তখন মগ্ন হয়ে পড়েন কবিতাতে,
শব্দ তবেই কথা বলে কবির কবিতাতে।
চোখ যদি কথা বলে তা যে হয় ইঙ্গিত ;
মন যদি কথা বলে হয়ে যায় সঙ্গীত।
ইঙ্গিতে আর সঙ্গীতে কবি নানা ভঙ্গিতে।
শব্দ যখন জব্দ করে সকাল, দুপুর, রাতে
কবি তখন মগ্ন হয়ে পড়েন কবিতাতে,
শব্দ তবেই কথা বলে কবির কবিতাতে।
চোখ যদি কথা বলে তা যে হয় ইঙ্গিত ;
মন যদি কথা বলে হয়ে যায় সঙ্গীত।
ইঙ্গিতে আর সঙ্গীতে কবি নানা ভঙ্গিতে।