ইচ্ছে যখন তোকে ছুঁবো
তারায় তারায় সবুজ ঘাস
গোলাপের পাঁপড়ি জুড়ে
আজকে শুধুই দীর্ঘশ্বাস।
কথার উপর কথার মুকুট
ভুলিয়ে রাখা মন
চাঁদ নদীতে নৌকা বাওয়া
মিঠে শিহরণ।
আঙুল ভাঁজে বৃষ্টি নাম
কান্না রঙ ধুবো
ধুলো ঘুমে যাওয়ার আগে
একটি বার ছুঁবো।
ইচ্ছে যখন তোকে ছুঁবো
তারায় তারায় সবুজ ঘাস
গোলাপের পাঁপড়ি জুড়ে
আজকে শুধুই দীর্ঘশ্বাস।
কথার উপর কথার মুকুট
ভুলিয়ে রাখা মন
চাঁদ নদীতে নৌকা বাওয়া
মিঠে শিহরণ।
আঙুল ভাঁজে বৃষ্টি নাম
কান্না রঙ ধুবো
ধুলো ঘুমে যাওয়ার আগে
একটি বার ছুঁবো।