কবিতা নিজেই মহান সৃষ্টি সুগন্ধময় ধূপ
কবিতার প্রেমে মাতোয়ারা কবি স্নিগ্ধ মায়াবী রূপ।
কবিতা শক্তি কবিতা প্রেরণা কবিতা মনের ফুল
কবিতায় লিখি না বলা কথা ছন্দের বুলবুল ।
কবিতা আমার গ্রীষ্ম দুপুরে শীতলপাটির ছোঁয়া
কনকনে শীতে মিঠে রোদ্দুর উষ্ণ কফির ধোঁয়া ।
কবিতা আমার বর্ষাদিনে বৃষ্টি ভেজার গান
বসন্তকাল দখিন হাওয়ায় পলাশের অভিমান ।
কবিতা যেন পূর্ণিমা রাত জোছনায় মাখামাখি
ভোরের আকাশ ঊষার আলোয় ঘুম ভাঙানিয়া পাখি ।
কবিতা যেন অনন্ত সুখ সৃষ্টি উন্মাদনা
তপ্ত দুপুরে শিউলি পুকুরে খোকার দস্যিপনা ।
কবিতা মানে রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল
শঙ্খ সুনীল জীবনানন্দ তসলিমা আনিসুুল ।
কবিতা মানেই বাংলাভাষা বাঙালির গৌরব
কবিতা দিবসে বিশ্বজুড়ে কবিতার সৌরভ ।
কবিতায় বাঁচি কবিতায় মরি কবিতায় নিই শ্বাস
সঙ্কটকালে ভয়-ভীতি ভুলে কবিতায় বসবাস ।
কবিতা কাননে উৎসব এক, হাজার ফুলের মেলা
জীবন জুড়ে শিখে যাই শুধু কাব্যকূজন খেলা ।