কবিতা তোমার জন্যও রাখা আছে একটা গোটা দিন,
তুমিও চিনে নিও নিজেকে আরও একবার নতুন করে।
আজ সব শুভেচ্ছাগুলো যে শুধু তোমার জন্য,
প্রাণ ভরে উপভোগ করে নিও আজকের দিনটা।
কে জানে!
পরের দিন গুলো তোমাকে কতজন মনে রাখবে।
আজ আমিও তোমাকে শুভেচ্ছা জানালাম,
‘ তুমি শত শত মানুষের মনে শত সহস্র বছর ধরে
বিরাজ কোরো। ‘
কবিতা তোমার জন্য ফুল ,পাখি ,নদী, সমুদ্র, পাহাড়,
বনভূমি সবাই অপেক্ষা করে থাকবে।
তোমার জন্য প্রেমিক হৃদয়ও অপেক্ষা করে থাকবে
তার বসন্ত আগমনের।
আকাশের চাঁদ, তারা, মেঘেরা!
ওরাও অপেক্ষা করে থাকবে।
শুধু তোমার জন্য!
কবিতা তোমার জন্য
শত সহস্র বছর ধরে শুধু অপেক্ষায় থাকবো ।