গুহা-গহ্বর থেকে ওঠে আসে শব্দবীজ,
জীবন যাপনের স্বরলিপি,অন্তর্গত ভাষা
ও ভালোবাসা
অসম্ভব ভালোবাসার গভীর থেকে ওঠে আসে
স্বপ্নবীজ, চিত্রার্পিত জীবনের ছবি,তৃষ্ণা,ক্ষোভ,
দুঃখ ও ঘৃণা
নির্মম ঘৃণার গভীর থেকে ওঠে আসে রক্তবীজ,
দানবিক মুখের আদল,রুদ্ধনদী,মেঘ,
পাহাড় ও সমাধি
অসংখ্য সমাধির গভীর থেকে ওঠে আসে রাত্রিবীজ ,
স্মৃতি-বিহ্বল দীর্ঘ ঘুম,সুখ-হাসি
ও বিষাদ ভরা বুক
তপ্ত বুকের অতল থেকে ওঠে আসে শস্যবীজ,
জল-হাওয়া,মাটির ঘ্রাণ
ও সৃষ্টি -স্থিতি -লয়ের শিহরন
এইসব দৃশ্য দেখতে দেখতে আমি
ফিরে আসি একান্ত জীবনের মুখোমুখি
দু’চোখের অথৈ জুড়ে ভেসে ওঠে
জীবনের সুদীর্ঘ সংলাপময় যাপনচিত্র
আর এই জীবন মগ্নতার গভীর থেকে
ওঠে আসতে থাকে আত্ম-উন্মোচনের কবিতা
প্লাবনে প্লাবনে ছড়িয়ে পড়তে থাকে কবিতার শব্দ ।