কবিতার মহড়া ক্ষেতে ভাবনার মেঘ জমে আছে
শান্তির সবুজ সংকেত পেলে বৃষ্টি নদী হবে
পৃথিবীর মানচিত্রের সিংহাসন খুরে
মানুষেরই রক্ত পুঁজ যুগে যুগে দন্ডবত হয়
মিলনের পরাগ পিপাসা শোষে মন্থরার কুঁজ
মরণের মোম গলে মন ফাঁকা হলে
কিভাবে ফোটাবো প্রেম পতনের মূলে
কিংবা বিষাদ বীজে বর্ণ মুকুল
ন হন্যতে জীবনের উভয় মেরুতে আছি
মেঘের ছলনা চাই বৃষ্টির জানালাও চাই