কিছু কবিতার মতো বাঁচতে চেয়েছি তোর বুকে
হৃদয়ের অনুভবে চোখের ইশারায় আর ঠোঁটের আবেগে
আজও জড়িয়ে আছে কিছু ভালো লাগা,
আমি শুধুই আজও বর্ণমালা সাজাই…
তোর সেই নীল শাড়ি কিংবা সবুজ সালোয়ার
মিশে যেত প্রকৃতির রঙে স্ফটিক স্বচ্ছ কবিতার মতো
আমি হ্যাঙলার মতো চেয়ে চেয়ে দেখতাম
ঢাকুরিয়ার লেকে সিমেন্টের বাঁধানো বেঞ্চিটায়!
দেখতাম, গড়িয়াহাটের বুকে ট্রামলাইনের ধারে
হেঁটে যেত বাসন্তী শাড়ির মেয়েটা
মাঝে মাঝে খুঁজে নিত হৃদয়ের সাথে তাল রেখে
অপোজিট ফুটপাথে আপন হৃৎপিণ্ডের প্রতিধ্বনি-
মনে আছে একদিন গড়িয়াহাটের ভরা ফুটপাথে
নিবিড় বুকের কাছে
যে সাহসী কবিতার জন্ম দিয়েছিলি,
আমি আজও তার কথা খুঁজে চলি, ভাষা আউরাই,
সেই কবিতার মতো বাঁচতে চেয়েছি তোর বুকে
চিরকাল…