কে পাঠালে একক উইঢিবি থেকে কবিতার পর্যাপ্ত পথে ?
নক্ষত্রের নির্জন নৈঃশব্দ্যে আর
মুখর এ পৃথিবীর চিল চিৎকারে
আমি দিশেহারা দ্বিপদ মাত্র
এক পায়ে কীভাবে দু’দিকে দাঁড়াবো ?
সরল শরীরে তরল রাত্রির রতি কিলবিল করে ।
শব্দ সংগমের শেষে অতৃপ্ত বোধের বিষ
কেন ঢালো বারবার ভোরের বালিশে !
সৃজনের আনন্দও কি আনন্দ পেতে
অভ্যস্ত হবে না একদিন !
অক্ষরগুদামের অহঙ্কারী ওমে বাড়ে
পরিচিতির পরিধি সংকট ।
জয়ের সংক্রমণে উসখুস তুষকাঠি নয় ,
সমীচীন সুখী করো উভয় সংলাপে
যে পাঠালে আমার প্রধান জিনে যমজ প্রকৃতি ।