ঘুম থেকে উঠে সকালটা কাটে
টাকা টাকা করে মন
সন্ধ্যায় খুব ফাঁকা ফাঁকা লাগে ,
লাগে খুব নির্জন
দুপুর বেলায় আসে যদি ভুলে
কখনও সে প্রিয়জন
বিষাদে ও সুখে কেটে যায় কিছুক্ষণ।
বিকালবেলায় বসে একা একা ভাবি
হাতে তো আমার নেই স্বপ্নের চাবী,
রাত্রিবেলায় স্বপ্নেরা যদি আসে
আমি যে তখন দিশেহারা থাকি
থাকি না তাদের পাশে,
জীবন যখন মাখামাখি হয়ে
কবিতার উপহাসে
সারদিন কাটে মাথা নীচু করে
মুখ দিয়ে শুধু ঘাসে।