বয়সের প্লেটু দৃষ্টি বিকেলের চোখে টাঙিয়ে
লিখে যাচ্ছি আসলে একটিই কবিতার অপটু প্রচ্ছদ ।
সময়ের স্থিরকল্পে প্রকৃত পাথরের গায়ে
ভাবনার অনুবাদ খোদাই করতে করতে
প্রমত্ত প্রেমিক হলাম কই !
শব্দ সহবাসের অলস অন্ধকারে
ক্রমশ ফাঁকা হয়ে আসছি , নাভিদায়িনী মা ।
নির্জন নীল নাবিকের কোনও সহযাত্রী নেই ।
নাড়ীর নৌকা নিয়ে পাশে এসো জননী জরায়ু ।
পুড়ে যাচ্ছে পৃথিবীর পান্থ পরমায়ু ।
কে বা কারা বসবে বত্রিশ সিংহাসনে !
বেতালসিদ্ধ সামিয়ানা প্রস্তুত করেছো ক্ষমতাভুক ?
দ্বাদশ সূর্যের স্তব মন্ত্রে জেগে উঠছে
পরমাণু বোমার ট্রিগার ।
কবে বসবে জি- নামতার বেদান্ত অধিবেশন ?
জরাথ্রুষ্ট খুঁড়ে দেখছেন স্তন্যপায়ী মানুষের
খোয়াবনামার সাংখ্য ইতিহাস ।
এবং আরও একটি শব্দ বুলেটিন
ঝুলিয়ে দিলেন আসলে একটিই কবিতার
প্রচ্ছদ পিঠের উপরে মায়ানন্দা মা ।