আমার কবিতার খাতায়
আমার কবিতার পাতায় পাতায়
তোমার মত একটা প্রজাপতির নাম লেখা আছে,
আমার কবিতার পাতায় পাতায়
তোমাকেই দেখা যায়…
তোমাকেই পাওয়া যায়……….
এ কবিতা সাংঘাতিক আত্মিক
এ কবিতার ভাবনাগুলো ঘনীভূত হয় কেবল তোমাকে নিয়েই
আমি কবি হওয়ার কথা ছিল বলেই কি তুমি এলে ?
তুমি আসবে বলেই কি আমার এই কবিতা লেখা ?
প্রশ্নের আনাগোনা কবিতায় বহমান,
বহমান অব্যাহত থাকে কবিতার অক্ষর মালায়
কবিতা আমায় ভাবায় ;
কবিতার সুর রচনা হয় তোমার ভাষায়
এজন্যই বুঝি তোমার মত একটা প্রজাপতির
নাম লেখা আছে এই কবিতার খাতায়
নাম লেখা আছে তোমার, এই কবিতার পাতায় পাতায়।