কত কত কথা কবির কাব্য কবিতায়
ছন্দে ছন্দে ছন্দিত সুর মূর্ছনায়
প্রেম ভরে কবি মন রসে ভরা শব্দে
ললিত লাবণ্যে ছড়া গড়ে ভালো মন্দে।
সুললিত সুমধুর স্বপ্নে সব সাজে
আবেগে মথিত হৃদয় কবিতায় রাজে।
কুসুমিত কোমল কথাকলি কুঁড়ি
বিন্যস্ত বিভোর সাজে ঝুড়ি ঝুড়ি।
আশার আলোক আনে আনন্দ আবেশ,
তমসার ঘোর কেটে হলো নিঃশ্বেস
প্রেম রাগে হাসি মুখে কবি দেখে চেয়ে,
শব্দের ধারা স্রোত চলে কবিতাকে ছুঁয়ে।