গঙ্গাস্নানে পাপ যায় ধুয়ে
মকর সংক্রান্তিতে ডুবে,
দেশ বিদেশ থেকে সাধু
আসে গঙ্গাসাগর পুবে।
মহা মিলন মেলায় মেশে
সাধু ভক্ত দোঁহে,
শীতের কামড় উপেক্ষা করে
কপিল মুনির মোহে।
পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি
ঘরে ঘরে হবে,
মায়ে ঝিয়ে বসে বানায়
পাটিসাপটা ক্ষীরের রবে।
নারকেল ছাই গুড়ের সাথে
পিঠের পুর ধরে,
দুধের জালে সিদ্ধ হবে
আহা শব্দ করে।
পৌষ পার্বনে সবার ঘরে
পায়েস পিঠের চল,
নলেন গুড়ের রসে ডুবিয়ে
খাচ্ছে কতক বল।