মানুষ ভালোবেসে উন্মাদ হয়ে যায়। উন্মাদের মত বার্তালাপ করে, চাদর জড়ায়
আমি সকাল সকাল আদর করে সূর্যকে তুলে এনে রাখি ডাইনিং টেবিলে। দড়ি দিয়ে আটকে রাখি পপুলেশন। পাথর ঠুকে জ্বালিয়ে নিই সিগারেট
কাকে ভালোবাসি জানিনা।
এভারেস্টের উচ্চতা বাড়ে, বেড়ে যায় উকিলের সংখ্যা, ডাক্তার
ভুতুড়ে বাড়িতে গিয়ে শুয়ে থাকি আমি। আমার আলো ভালো লাগে
যে আলোয় কিচ্ছু দেখতে পাওয়া যায়না, প্রেম-দুঃখ-হৃদয়-
কিচ্ছু না।
শুধু নিজেকে দেখতে পাওয়া যায়। আশ্চর্য একাকীত্বে, নিস্তব্ধতায় নিজেকে দেখতে পাওয়া আলোর নাম অন্ধকার
আমি ভুতুড়ে বাড়িতেই শুয়ে থাকি। নিজেকে দেখি। কত আলো
অথচ ভালো লাগছে না এখন। চোখে লাগছে। মানুষ দেখতে পাচ্ছি, প্রেম দেখতে পাচ্ছি সামনে
সূর্যকে রেখে এসেছি বাড়িতে। তবে এমন উজ্জ্বল অন্ধকার কেনো! উন্মাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে? নাকি-
ভালোবাসার মানুষ!