পাাঁচজন একসাথে কষে দিলে আড্ডা
ঝোলা থেকে বের হয় রকমারি গাড্ডা,
কেউ সাথে নিয়ে আসে আধখানা বিশ্ব
কেউ শুধু শোনে বসে নিজে অতি নিঃস্ব!
চায়ের কাপের বুকে ঝড় ওঠে ফাগুনের
কোন কথা জলে ভেজে কোনটা বা আগুনের,
ঝরে পরে নানা কথা টক ঝাল মিষ্টি
কোন কথা গুমরায় ভেসে যায় সৃষ্টি।
কোন কথা হেসে ওঠে দশদিক কাঁপিয়ে
ধিরে বয় কোন কথা কেউ পরে ঝাঁপিয়ে,
প্যাঁচ দিয়ে কথা কাটে কোন কথা আকাশে
পাঁচ কান হলে কথা পাখা মেলে বাতাসে!
কথা দিয়ে কথা ধরে কোন কথা চুপচাপ
কোন কথা খোলামেলা নেই কোন রাখঢাক,
চোখ টিপে কোন কথা কানে কানে বলে যায়
কু কথারা দলে ভারী সেইখানে টেকা দায়।
কেউ কথা গিলে খায় কেউ খায় চিবিয়ে
কেউ কথা ভেজে খায় কেউ খায় ভিজিয়ে,
রেখে ঢেকে কোন কথা নিজেকেই সামলায়
লজ্জার মাথা খেয়ে কোন কথা হামলায়!
শুরুতে যে কথা হয় শেষে যায় পালটিয়ে
কোন কথা মধু মাখা কোন কথা ভাজা ঘিয়ে,
কথাদের রাজপাটে যদি হও আনাড়ি
কথা বলে কাজ নেই খিল এঁটে থাকো বাড়ি।