আজ আকাশে খুব মেঘ করছে
নীলাভ ঘন মেঘে খুব বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি হবার শেষে সোঁদা গন্ধে বৃষ্টির যেমন অনেক কথা থাকে।
তেমনি কথা থাকে মেঘেদের,
কথা থাকে ফুলের, গাছের সবুজ পাতায়।
ভিজতে থাকা পাখিদের সোহাগী আদরের কথা থাকে।
কথা থাকে না শুধু মানুষের!
নিশ্চুপ হও। কথা কম বল,
বেশি কথা বলো না কো।
ধৈর্য ধরে সবার কথা শোনো
আগ বাড়িয়ে কিছু বলো না কো।
কিছু কথা থাক চোখের ভাষায়
কিছু কথা থাক ভিজে চোখের পাতায়।
কিছু কথা লেখা থাক চোখের কাজলে।
তুমি পড়তে পারলে পড়ে নিও সেই না বলা ভাষার কথা।
প্রেমর ভাষা কী জানি না, বুঝিও না!
প্রেম বলে তুমি কিছু বল আমি শুনি। আমি কিছু বলি তুমিও শোন।
বলে তুমি ছাড়া এ জীবন অর্থহীন!
অবুঝ ভালোবাসার এমনই শক্তি, যে শত কোটি আলোকবর্ষ দূরে চলে গেলেও তুমি ভুলতে পারবে না কিছুই।
ভালোবাসা পেলে, সব ছেড়ে রাজভোগ ফেলে
জল ঢালা পান্তাভাত খাবো!
আজ থেকে যে কথা গুলো নীরব হয়ে গেল
সেই কথা গুলো তোমার অন্ধকার বুকে জোনাক আলো হয়ে জ্বলতে থাকবে!
পারলে তুমি বুঝে নিও অবুঝ কবিতার কথা!