গুনগুন বৃষ্টির মাসে
তোমার সন্ধ্যা চোখ ভাসে
আবার বসবে কবে পাশে ?
খরখরে সুখ আসে যায়
আহ্নিক দিক বদলায়
খাঁ খাঁ রোদে , হু হু জ্যোৎস্নায় ।
ভুললেও ভুল পিছু আসে
টিকটিক বিরহের ঘাসে
নূপুরের বাঁশিডাকা রাসে ।
চাইলেই বুঝি ভোলা যায় !
স্মৃতিদের মুখ বদলায় ?
নিবিড় গোপনে অসহায় ।
আনচানে অঙ্কুর গান
জেগেছে , শরীরে পাতো কান
কথা থাক , সুরে এসো প্রাণ ।