ও পিসিমণি
ফুলকো লুচি
একটা তুমি খাও না
চোখের ভাঁজে মানবিক সুরে একটু তাকাও না;
রাজ্যজুড়ে কোলাহলে বিজয় মিছিল চলছে
বিজয়েরই আড়ালে যারা মারছে এবং মরছে
তাদেরকে কি মনে পড়ছে ?
মনে পড়ে আর হবেই বা কি ?
মানুষের মাথায় মারলে চাটি
ধাপ্পাবাজির কারসাজিতে দিয়ে গেলে সবই ফাঁকি;
নীরব হাওয়ায় দুলছে পাতা
রাজ্যজুড়ে হচ্ছেটা কি এসব যাতা ?
অচেনা মুখ খুঁজছে সুখ, সেও এক পচন মন্ত্র
লীলা খেলায় অবহেলায় পচছে গণতন্ত্র
ও পিসিমণি
সোনার খনি
ফুলে ফেঁপে গাইছে গান নাচছে ষড়যন্ত্র
মানব সমাজ;সমাজতন্ত্র সবই বিভ্রান্ত।