ও ঘুমিয়ে আছে
বেডরুমে জ্বলছে নীল আলো,
ড্রয়িংরুমে জেগে আছে ভেনগগের আঁকা
শাদা কাক, দ্বিধায় পড়ে যাই
সারি মালার ছন্দহীন কালো পাথরটিকে দেখে।
রান্নাঘরের মেঝেতে ফিনকি দিয়ে
গড়িয়ে আসা জ্যোৎস্নালোক,
বেড়াল ছানাগুলো খুশিতে গড়াগড়ি,
হামাগুড়ি দিয়ে ছুঁচো ইঁদুরটি
কড়াই শুঁটির ঝাঁকা ধরে টানাটানি করে।
ঘুমন্ত বাড়ির পাশে একটি কালো কুকুর
ঠান্ডায় হাত পা গুটিয়ে পড়ে আছে,
কুকুরটিকে তাহলে কি সে ভালবাসে?
শিমুলের খাটে ঘুমিয়ে বিপ্লবী বুঝি
এখন স্বপ্ন দেখছে ভোর হওয়ার….