ওরা হেরে গেছে
হেরে গেছে ওরা সবাই;
অনেক সৎ মানুষও আমার সততার কাছে হেরে গেছে
আসলে ওরা প্রকৃত সৎ ছিল না,
কথা বলতে চেয়েও আজ কথা বলতে পারে না ওরা আমার সাথে
ওরা হেরে গেছে
আমার মত ক্ষুদ্র মানুষের কাছে ওরা হেরে গেছে;
আমি হারাতে চাইনি
তবু ওরা হেরে গেছে,
আমি প্রাণের ভয় পাই
ওরা আমার কলমকে ভয় পায়
ওদের সাথে আমার কোন প্রতিযোগিতা ছিল না
ওদের সাথে আমার কোন মনোমালিন্যতা ছিল না,
শুধু শুধু লাভ আর লোকসানের কথা ভেবে
সব সম্পর্ক গুলো ওরা ভেঙে ফেলেছে
আমার কিছু নেই; ওদের অনেক কিছুই আছে
তবু এই নিঃস্ব আমির কাছে ওরা সবাই হেরে গেছে।