ছাত্র খুনের বর্বরতা এখনোও কেনো অব্যাহত?
কণ্ঠস্বর রোধ করবে , ওরা তো নয় ভাগ্যহত!
কিছু দামাল আজও সজাগ
পথটা ওদের ভীষণ চেনা
দুধের ছাওয়াল ভেবোনা ওদের
মিটিয়ে দেবে লেনাদেনা।
আজ যখন বিক্রি সবই
সংবাদ থেকে শিক্ষাঙ্গন
মেরুদণ্ড ওরা সোজা রাখে
মরন মানে শিবের গাজন ।
মৃত্যু যাদের পায়ের ভৃত্য
চোখে চোখ রেখে জবাব চায়
তাদের তোমরা ভয় পাওয়াবে!
সব কিছু এত সহজ নয় ।
ওরা গর্জে ওঠে হাওয়ার সাথে
মরন থাকে হাতের মুঠোয়
মুক্তি নামের সূর্যটাকে–
পূব দিগন্তে ঠিক ওঠায়