ওরা চাষ করে ঘাম ঝরে পড়ে
মাঠ ভরে সোনা ধানে,
পেকে গেলে ধান মনে খুশি বান
কেটে নিয়ে ঘরে আনে।
খেয়ে বাঁচে সবে সুখে থাকে ভবে
চাষি চাষ করে বলে,
ধান যাহা পায় ঋণ শোধে তায়
ক্ষুধা সহে আঁখি জলে।
ঘরে জল পড়ে চালে বিনা খড়ে
টাকা নাই কিবা করে,
ক্ষুদ খেয়ে কাটে পড়ে থাকে মাঠে
দুখে তাপে চোখ ভরে।
বুঝে নাকো লোক চাষি মনে শোক
কত শ্রম করে নিতি,
চাষি দিলে ধানে বেঁচে থাকি প্রাণে
দুখে ভরা চাষি গীতি।